
পাকিস্তানি মডেল-অভিনেত্রী জারা আহমেদ
বাংলাদেশের পুরনো দিনের অনেক সিনেমায় পাকিস্তানের নায়ক নায়িকাদের দেখা যায়। একটা সময় সেটা নিয়মিতই ছিল। দুই দেশ যৌথভাবে অনেক সিনেমা তৈরি করেছে। আশির দশকে এটি নিয়মিত ঘটনা ছিল। পরের দশকে আর সেটি হয়নি।
১৯৮৬ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘লেডি স্মাগলার’-এ পাকিস্তানের জনপ্রিয় নায়িকা বাবরা শরীফ অভিনয় করেছিলেন। সম্ভবত সেটাই শেষ কোনো পাকিস্তানি অভিনেত্রীর ঢাকাই চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করা। তবে এবার সে দূরত্ব ঘুচতে চলেছে!
বাংলাদেশের গুনি নির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ফোর্স’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী জারা আহমেদ। দীর্ঘ সাড়ে তিন দশকের মধ্যে সত্যিকার অর্থে তিনিই প্রথম কোনো পাকিস্তানি নায়িকা, যিনি এ দেশের চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন।
ইতিমধ্যে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ ইকবাল জুয়েল। পাশাপাশি বাংলাদেশি চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে একটি ভিডিও বার্তা দিয়েছেন জারা আহমেদ।
এ অভিনেত্রী বলেন, ‘হ্যালো বাংলাদেশ, পাকিস্তান থেকে আমি জারা আহমেদ। বন্ধুরা, আমি অনেক অনেক উচ্ছ্বসিত, কারণ মারকাটারি অ্যাকশনধর্মী একটা বাংলাদেশি চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করতে চলেছি।’
যোগ করে তিনি বলেন, সবসময়ই আমার অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের শখ ছিল। চিত্রনাট্য যখন পেয়েছি, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান-বাংলাদেশের একসঙ্গে কাজের সুযোগ, এটা বাংলাদেশ-পাকিস্তানের একটা যৌথ প্রচেষ্টা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা হবে।
শেষে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় জারা আহমেদ বলেন, সবাই ভালো থাকবেন।
নির্মাতা জুয়েল জানিয়েছেন, প্রতিশোধের গল্প নিয়ে নির্মাণ হবে ফোর্স সিনেমাটি। পরিবার হারিয়ে একজন সাধারণ মানুষ কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে—সেটি দেখানো হবে এ গল্পে। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড ও রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে আসবে।
তিনি আরও জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হবে। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিংয়ে অংশ নেবেন পাকিস্তানি নায়িকা জারা। প্রায় দুই সপ্তাহ তিনি বাংলাদেশে থাকবেন। এপ্রিলে শুটিং শেষে এ বছরই সিনেমাটি কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, নিজ দেশে ‘ছু লে আসমান’ নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানি মডেল জারা। কাজ করেছেন একাধিক টিভি সিরিজেও। এর মধ্যে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’ উল্লেখযোগ্য।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।