Apan Desh | আপন দেশ

বিয়ের মঞ্চে জোভান-তটিনী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩৪, ১৭ মার্চ ২০২৫

বিয়ের মঞ্চে জোভান-তটিনী

জনপ্রিয় অভিনয় শিল্পী জুটি জোভান ও তটিনী

কিছু দিন আগেই দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরি। এবার বিয়ের মঞ্চে দেখা গেল হালের জনপ্রিয় অভিনয় শিল্পী জুটি জোভান ও তটিনীকে। আসলে কী তাই? উত্তর মোটেও না। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি নাটকের শুটিংয়ে এমন অবতারে ধরা দিয়েছেন তারা। 

সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এ নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। এতে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী। ‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবাল চরিত্রে। তিনি ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। শিল্পী নামের এক পাত্রীকে ইকবালের পছন্দও হয়। তবে তার পরিবার বিয়েতে আপত্তি তুলে। কারণ তারা চায় না বিয়ের ৩ মাস পর ইকবাল আবার বিদেশ চলে যাক।

আরও পড়ুন<<>>বাংলাদেশি চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী

এটা গল্পের শুরু মাত্র। ভেতরে ও শেষে রয়েছে অনেক নাটকীয়তা। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে।

নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রিয় প্রিয়সীনি’সহ মোট ২০টি নাটক এবারের ঈদে মুক্তি পাচ্ছে সিএমভি’র ব্যানারে। যা চাঁদ রাত থেকে নিয়মিত উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়