Apan Desh | আপন দেশ

‘সালমান শাহর জন্য এখনো খারাপ লাগে’

মুহাম্মদ আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ মার্চ ২০২৫

‘সালমান শাহর জন্য এখনো খারাপ লাগে’

প্রয়াত সালমান শাহ ও নায়িকা শাবনাজের নতুন ছবি

মৃত্যুবরণ করেছে তো অনেক চিত্র নায়কই। তাদের ক’জনকে মনে রেখেছে দর্শক। কিন্তু  নায়ক সালমান শাহ যেনো অমর। তার জ্নম বা মৃত্যুবার্ষিকী দিনে সোশ্যাল মিডিয়াতে তার ভত্করা জানান দেয়। তবে হঠাৎ করেই নিহত সালমান শাহকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সে সময়কার নায়িকা শাবনাজ। 

তার ওয়ালে নতুন-পুরনো দুটি ছবি দিয়ে লিখেছেন, 'কেয়ামত থেকে কেয়ামত'-এর সাইনিং মানি আমরা নিয়েছিলাম। পরে জানলাম রিমেক ছবি। আমরা তখন একটা ছবি করছিলাম যেটার সঙ্গে এ ছবির গল্পের কিছুটা মিল আছে। তখন আমরা ভাবলাম দুইটা ছবি একরকম হলে দর্শক কমপেয়ার করা শুরু করবে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম ছবিটা করব না। সোহান ভাইকে আমরা 'সরি' জানিয়ে দিলাম। পরে সালমান শাহ-মৌসুমীর মহরতে আমরা তাদেরকে ওয়েলকাম করতেও গিয়েছিলাম। ইন্ডাস্ট্রির সব ছবি তো আর আমরা করব না তাই তাদেরকে আমরা ওয়েলকাম করেছি। ছবিটিও অত্যন্ত সফল হয়েছিল। 

আরও পড়ুন<<>> ‘কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে’

ঢাকার বাইরে আউটডোরে গেলে নাঈম লোক পাঠিয়ে খবর নিত। কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা। চিঠিও পাঠাত। বড় বড় সব চিঠির উত্তর আমি দিতাম দুই তিন লাইনে। ওর চিঠি লেখার হাত ভালো ছিল কিন্তু আমার ছিল না তাই দুই তিন লাইনে দিতাম। যে চিঠি পৌঁছে দিত সে আবার দেখত পৃষ্ঠার মধ্যে অনেক জায়গা বাকি তখন সে আবার ক্রস চিহ্ন দিত। এরকম মজার স্মৃতি অনেক আছে। 

সালমান শাহ খুবই ভালো অভিনেতা ছিল,চঞ্চল থাকলেও কাজের প্রতি ডেডিকেশন অনেক ছিল। অকালে চলে যাওয়াটা ভীষণ খারাপ লাগে এখনো। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়