Apan Desh | আপন দেশ

মারা গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি ডেকুয়েন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৩৫, ১৮ মার্চ ২০২৫

মারা গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি ডেকুয়েন

অভিনেত্রী এমিলি ডেকুয়েন।

মারা গেছেন বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন। তিনি পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার। ফ্রান্সের এক হাসপাতালে রোববার (১৬ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

সংবাদ মাধ্যম এএফপি কে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

২০২৩ সালে এমিলি ডেকুয়েন জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি।

১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি; সিনেমা স্বর্ণপামও জয় করেন তিনি। এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন।
  
গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়