Apan Desh | আপন দেশ

লুঙ্গি পরে ‘জংলি’ বুবলী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১৪:০১, ১৯ মার্চ ২০২৫

লুঙ্গি পরে ‘জংলি’ বুবলী

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী

আসন্ন ঈদুল ফিতরে সারা দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র জংলি’। এরইমধ্যে সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সে প্রচারণায় নতুন ব্যাতিক্রমী পোশাকে হাজির হয়েছিলেন ছবিটির নায়িকা শবনম বুবলী। 

এম রাহিম পরিচালিত ‘জংলি’ আসন্ন ঈদে মুক্তি উপলক্ষে জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম। সে প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এ নায়িকা।

নিজের ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে বুবলী লিখেছেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

বুবলীর এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এ সিনেমায় বুবলীকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে। যেখানে হয়তো তার পোশাকের ধরনও ঠিক এমনই থাকবে।

সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এত দিন নির্মাতা বুবলীকে একরকম লুকিয়ে রেখেছিলেন। টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলীর ঝলক। তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না।

এছাড়া সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। এ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম এবং সিনেমা সংশ্লিষ্ট সবাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়