
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অসংখ্য গানে তরুণ তরুণীদের হৃদয় জয় করেছেন তিনি। তবে বিগত ১৫ বছর কোনো টেলিভিশনে গাইতে পারেননি। কারণ, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ন্যান্সি। ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে তিনি স্বাধীনতা ভোগ করছেন। এ শিল্পী নিজেই জানিয়েছেন সে কথা।
গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সে বাড়ি ভাঙার ১ মাস পর সেখানে গিয়ে একটি ছবি তুলেছেন ন্যান্সি।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজে পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে লিখেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।
এরপরেই অপর একটি পোস্টে এ শিল্পী লেখেন, আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।
এর আগেও একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।