
শিশু শিল্পী সিমরিন লুবাবা
শিশুশিল্পী হিসেবে বেশ সমাদর পেয়েছিলেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। পাশাপাশি চরমভাবে ট্রলের শিকার হয়েছেন এ খুদে শিল্পী। আইনগত পদক্ষেপের পাশাপাশি মিডিয়া থেকে তাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার পরিবার। তারপর থেকে বদলে গেছেন এই শিল্পী। শোবিজের চাকচিক্য ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছেন তিনি।
অনেকদিন ধরেই ইসলামের পথে নিজেকে পরিচালিত করছেন লুবাবা। ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করছেন। তবে থেমে থাকেননি কাজেও। এখন তিনি নিয়মিত ফুড ও ট্রাভেল ভ্লগিং করছেন, পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছেন।
বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এ পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এ শিশুশিল্পী শোনাল পরকালের কথা।
এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহবান জানান। লুবাবাকে বলতে শোনায়, আশপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য-পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।