
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা
নতুন করে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সদ্যই ওমরা পালন শেষে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন বর্ষা। অভিনয় ছাড়ার কারণ হিসেবে এ অভিনেত্রী সংবাদমাধ্যমে বলেন, আমি খুব বাস্তববাদী। বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিই। তাই অভিনয় ছাড়ছি।
তিনি আরও বলেন, আমি মনে করি নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। সে বয়স পর্যন্তই পর্দায় কাজ করা উচিত। তাই হাতে থাকা কয়েকটি সিনেমার কাজ শেষ হলেই নতুন কোনো সিনেমায় কাজ করব না।
ব্যক্তিজীবন বলতে গিয়ে নুসরাত বর্ষা বলেন, আমার বড় ছেলের বয়স ১০, ছোটটার ৭। কয়েক বছর পরই বড় ছেলের বয়স ১৫ বছর হয়ে যাবে। আমি চাই না তখন সে আমাকে সিনেমার নায়িকা হিসেবে পর্দায় দেখুক।
আরওপড়ুন<<>>নিজেকে বদলে ফেলেছেন লুবাবা
স্ত্রীর এমন সিদ্ধান্তে আপত্তি নেই স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিলের। তবে তার দাবি, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তারপরও যখন বর্ষা এমন সিদ্ধান্ত নিয়েছে, এতে আমার কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত বর্ষার। এ সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।