Apan Desh | আপন দেশ

ঈদে সিনেমা নেই, তবুও ব্যস্ত মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ২২ মার্চ ২০২৫

ঈদে সিনেমা নেই, তবুও ব্যস্ত মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় কাজ করেও দর্শক প্রিয়তা পেয়েছেন তিনি। তবে বিগত কয়েক বছরের মতো এবারও আসন্ন ঈদে নতুন কোনো সিনেমা নেই তার। তবে ব্যস্ত আছে ঠিকই। 

রমজানের শেষ দশক চলমান। তারই সারাদেশে উদযাপন করা হয়ে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে দারুন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা বুবলী, নুসরাত ফারিয়া ও তমা মির্জারা। তারা নিজের সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত। তবে মিম ব্যস্ত বিভিন্ন প্রোডাক্টের প্রচারণায়। ঈদ সামনে থাকায় যা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। কারণ মিম দেশ-বিদেশের অনেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নিয়ে এ নায়িকা জানান, তিনি যে ব্র্যান্ডগুলোর হয়ে কাজ করেন সেগুলোর ভালো এবং খারাপ দিক নিজে আগে পরীক্ষা করে দেখেন। তারপর সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উৎসাহ দেন।

এ সময় মিম তার ব্যস্ততা নিয়ে আরও বলেন, ‘এবারের ঈদে আমার নতুন কোনো সিনেমা নেই। তবে ব্যস্ততার কোনো কমতি নেই। প্রতিদিনই আমার নতুন নতুন ব্র্যান্ডের শুট থাকে। যেই ব্যস্ততা ঈদের আগপর্যন্ত চলবে।’

এ সময় এবারের ঈদে নতুন সিনেমা নিয়েও কথা বলেন এ নায়িকা। সবাইকে শুভকামনা জানিয়ে মিম বলেন, এবার আমার সিনেমা মুক্তি পাচ্ছে না, তাতে কি! আমার সহকর্মীদের সিনেমা মুক্তি পাচ্ছে, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। তাদের সবার জন্যই শুভকামনা। এবারের ঈদের প্রতিটি সিনেমাই দুর্দান্ত হবে বলে আমি আশাবাদী। কারণ এরই মধ্যে সিনেমাগুলোর ট্রেলার ও গান দর্শকের নজর কেড়েছে।

মিমের ঈদ এবার কাটবে ব্যাংককে। যেখানে ঈদের আগেই পরিবারসহ যাবেন এ নায়িকা। এমনটা জানিয়ে মিম জানান, শুধু ঈদ নয়, সেখান থেকে শপিংও করবেন। আর পরিবারের সবাই মিলে সেখানে ঈদ ও ছুটি কাটাবেন। ঈদের কারণে টানা ব্যস্ততায় ক্লান্ত এ অভিনেত্রী। তাই এবারের ঈদ ছুটির মেজাজে পরিবারের সঙ্গে কাটাবেন।

পরিবার নিয়ে সময় পেলেই দেশের বাইরে ছুটি কাটাতে যান মিম। যার ছবি অনুরাগীদের জন্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন এ নায়িকা। সবশেষ স্বামী সনির সঙ্গে মালদ্বীপের সমুদ্রসৈকতে দেখা যায় তাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়