
উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন
দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। আড়াই বছর আগে তার শরীরে ধরা পড়ে ক্যানসার। এর পর থেকেই নীরবেই মারণব্যাধি এ রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন জনপ্রিয় এ উপস্থাপকিা।
সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে নিজেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানালেন সামিয়া আফরিন।
জনপ্রিয় এ উপস্থাপিকা বলেন, ২০২২ সালের এপ্রিলে আমার ক্যানসার ধরা পড়ে। তখন চতুর্থ স্টেজে ছিল। আমার পরিবারের জন্য এটা খুবই ভীতিকর বিষয় ছিল। তবে আমার মনে হয়েছে, এটা একটা রোগ। যার সঙ্গে আমার লড়াই করতে হবে।
সামিয়া আফরিন বলেন, ক্যানসার ধরা পড়ার পরে কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা দৃষ্টি দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।
আরওপড়ুন<<>>নিজেকে বদলে ফেলেছেন লুবাবা
তার ভাষায়, এসব মুহূর্তে হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সঙ্গে সঙ্গে অনেক লাইফ স্টাইলেও পরিবর্তন আনতে হয়। তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব। যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল ঠিক থাকলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে মনে করেন তিনি।
বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামিয়া বলেন, প্রতিটি ঘরেই দেখা যায় দু-একজন ক্যানসার রোগী আছেন। আমি নিজেও এ রোগে আক্রান্ত। প্রায় আড়াই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।
এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল, ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয়া।
উল্লেখ্য, টিভি উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন সামিয়া। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল ইসলামের ‘ব্লাফমাস্টার’ ছাড়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ উপস্থাপকিা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।