Apan Desh | আপন দেশ

অভিনেতা মাহফুজ-তার স্ত্রীসহ চারজনের ব্যাংক হিসাব তলব

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ২২:০০, ২৩ মার্চ ২০২৫

অভিনেতা মাহফুজ-তার স্ত্রীসহ চারজনের ব্যাংক হিসাব তলব

ছবি: সংগৃহীত

অভিনেতা মাহফুজ আহমেদ, স্ত্রী ইশরাত জাহান কাদের, শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও শাশুড়ি শরীফা কাদেরের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৩ মার্চ) এনবিআরে সেট্রোল ইন্টেলিজেন্স থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ওই চারজনের নিজ নামে কিংবা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত ৭ কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আরওপড়ুন<<>>জিএম কাদের-তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

চিঠিতে বলা হয়েছে, তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদি আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংস ২০১৭ সালে ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠানোর অনুরোধ করা হলো।

একই দিনে জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করতে চিঠি দেয় এনবিআরের সেট্রোল ইন্টেলিজেন্স সেল।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়