Apan Desh | আপন দেশ

সিনেমা ছাড়বো, তবে এখন না: বর্ষা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৪ মার্চ ২০২৫

সিনেমা ছাড়বো, তবে এখন না: বর্ষা

ঢালিউড নায়িকা আফিয়া নুসরাত বর্ষা

নতুন করে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি ওমরা পালন শেষে দেশে ফিরেই অভিনয় ছাড়ার ঘোষণা দেন এ নায়িকা। তিনি জানান, পরিবারের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমা ছাড়ার ছাড়ার কারণ হিসেবে এ অভিনেত্রী সংবাদমাধ্যমে বলেন, আমি খুব বাস্তববাদী। বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিই। তাই অভিনয় ছাড়ছি। আমি মনে করি নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। সে বয়স পর্যন্তই পর্দায় কাজ করা উচিত।

ব্যক্তিজীবন বলতে গিয়ে নুসরাত বর্ষা বলেন, আমার বড় ছেলের বয়স ১০, ছোটটার ৭। কয়েক বছর পরই বড় ছেলের বয়স ১৫ বছর হয়ে যাবে। আমি চাই না তখন সে আমাকে সিনেমার নায়িকা হিসেবে পর্দায় দেখুক।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। কেউ কেউ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে সাধুবাদ জানান। আবার কারো মন্তব্যে সমালোচনার সুরও শোনা যায়।

আরওপড়ুন<<>>ট্রাম্পের সাবেক পুত্রবধূর প্রেমে মজেছেন টাইগার উডস

যে কারণে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন এ নায়িকা। এবার বর্ষা জানালেন, এখনই অভিনয় ছাড়ছেন না তিনি। হাতে কিছু ছবি রয়েছে, সেগুলোর কাজ শেষ করে পরেই অভিনয়কে বিদায় জানাবেন।

বর্ষ জানান, তার হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামের তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি।

অভিনেত্রীর কথায়, তিনটি সিনেমা শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো, তবে এখন না। এসব সিনেমার শুটিং করতে দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত বর্ষার। এ সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়