
উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।
পবিত্র রমজানের শেষ দশকের শেষ মুহুর্ত চলছে। আর মাত্র কয়েক দিন পরেই উদযাপন করা হবে ঈদুল ফিতর। এ ঈদে ছোট পর্দার অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম ‘ঈদ আনন্দমেলা’ । এবারও ঈদের দিনগত রাতে প্রচার করা হবে এ ম্যাগাজিন অনুষ্ঠিান। সেখানে গাইবেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।
গত বছরও আনন্দমেলায় গান করেছিলেন রুনা লায়লা। সেবার তার সঙ্গে গান গেয়েছিলেন এ প্রজন্মের আরও চার শিল্পী- দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক ও সাব্বির জামান। তবে এবার একাই গাইবেন এ কিংবদন্তি। বিটিভির নিজস্ব অডিটরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে রুনা লায়লা অংশ নেবেন বলে জানিয়েছে বিটিভির একটি সূত্র।
জানা গেছে, এবারের ‘আনন্দমেলা’য় থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ আরও নানা আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন।
এর আগে ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেন নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। সাত বছর পর আবারও ‘আনন্দমেলা’র উপস্থাপনায় ফিরছেন নাবিলা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।