
আফিয়া নুসরাত বর্ষা ও মৃদুলা আহমেদ রেসি।
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাতেই শুরু হয়েছে বিতর্ক। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে তিনি অভিনয় ছাড়ছেন। তবে তার এ বক্তব্য নিয়ে সমালোচনা করছেন অনেকে। বিশেষ করে সহকর্মীরা।
তাদেরই একজন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন এ নায়িকা।
সন্তানদের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, আমার এ ছোট্ট জীবনে সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া, নাচের প্রতিযোগিতায় অসংখ্য পুরুস্কার’সহ গোল্ড মেডেল পাওয়া এবং ৫০টা সিনেমায় অভিনয় করে হয়ত সেরকম কোনো স্বীকৃতি পাই নাই; কিন্তু আমার সন্তানরা যখন স্কুল থেকে এসে বলে মাম্মা আমাদের টিচাররা আমাদের বন্ধুরা আমাদেরকে অনেক প্রশংসা করে কারণ, আমাদের মা একজন অভিনেত্রী। আমাদের মাকে ইচ্ছা করলে গুগুল, ইউটিউব ও উইকিপিডিয়াতে দেখা যায়। আমার সন্তানরা আমাকে নিয়ে অনেক গর্বিত ফিল করে যে, আমি তাদের মা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
এরপর বর্ষা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ম্যাডাম আপনি তো এমন কোন অসামাজিক কাজ করেন নাই যে ছেলে মেয়েরা বড় হয়ে কি বলবে সে জন্য আপনার লজ্জিত হতে হবে। তাহলে আমি বলব অভিনয়কে ভালোবেসে নয়, গাড়ি বাড়ি সম্পত্তির জন্যই আপনি অভিনয়কে পুঁজি হিসেবে নিয়েছিলেন। আপনার বক্তব্য মতে তাহলে অভিনয় জগতের সমস্ত বড় বড় শিল্পীদের যাদের সন্তান আছে তাদেরও লজ্জা পাওয়া উচিৎ? তাহলে এতগুলো বছর কেন কাজ করেছেন? আপনার অভিনয় ছেড়ে দেয়ার অন্য কোন কারণ দেখাতে পারতেন। এমনিতেই সাধারণ জনগণ আমাদেরকে কটু কথা বলতে ছাড়ে না। আপনি আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন।
সর্বশেষ রেসি লেখেন, আমরা যারা মুসলমান তারা সবাই নিজের ধর্মটাকে মনের ভিতর ধারণ করি। আমাদের যেখান থেকে অর্জন যত পরিচিতি সে জায়গাটা কে আমরা কোন দিন অস্বীকার করতে পারব না। নিজের কাজকে, পেশাকে সৎ নিয়তে করা উচিত।
বর্তমানে রেসি পরিবারের সঙ্গে অবস্থান করছেন। করোনার পর পরিবার নিয়ে আমেরিকায় চলে যান তিনি। সহসা দেশে ফিরছেন না এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।