Apan Desh | আপন দেশ

ঐশ্বরিয়ার গাড়ি দুর্ঘটনার কবলে, কেমন আছেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১৮:০৪, ২৭ মার্চ ২০২৫

ঐশ্বরিয়ার গাড়ি দুর্ঘটনার কবলে, কেমন আছেন অভিনেত্রী?

ছবি: সংগৃহীত

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সময়টা ঠিক ভালো যাচ্ছে না। বচ্চন বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বহু আগেই। এরপর শুরু হয় স্বামী অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন।

এসবের মাঝেই জানা গেল অভিনেত্রীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মেরেছে তার গাড়িতে।

বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের রাস্তায় ঘটনাটি ঘটেছে। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত হয় ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এ গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপারাৎসিরা চিনতে পারেন গাড়িটি।

আরওপড়ুন<<>>শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা নূর

জানা গেছে, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পেছনের অংশ। তবে গাড়ির ভেতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কি না তা এখনো স্পষ্ট নয়। এ দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎসি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এ দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনো কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়