Apan Desh | আপন দেশ

তারকারা কে কোথায় ঈদ করবেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ২৮ মার্চ ২০২৫

তারকারা কে কোথায় ঈদ করবেন

ফাইল ছবি

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। বছর ঘুরে আবার আসছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। রুপালী জগতের তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এ দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ। এবারের ঈদে দেশের জনপ্রিয় তারকারা কীভাবে সময় কাটাবেন? 

আসুন জেনে নেয়া যাক 
সারা বছর শুটিং আর কাজের চাপে দম ফেলার সময় পান না, হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তাই এবারের ঈদটা একটু অন্যরকমভাবে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবারসহ উড়াল দেবেন ব্যাংককে! মিম বলেন, ‘শুধু ঈদই নয়, ওখানে একটু রেস্ট নেব, ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাব। আর শপিং তো থাকছেই! ঈদের ব্যস্ততা শেষে একটুখানি শান্তি খুঁজতেই এ ছোট্ট বিদেশযাত্রা।

অভিনেত্রী তানজিকা আমিনের এবারের ঈদটা একটু বিশেষ। তার স্বামী সাইফ বসুনিয়া থাকেন অস্ট্রেলিয়ায়, তবে ঈদের আগে দেশে ফিরছেন। তাই তানজিকা এবার ঈদ করবেন রাজশাহীতে, পরিবারের সঙ্গে। তিনি বলেন, পরিবার আর আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দটা ভাগ করে নিতে চাই। প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তো আসল ঈদের আনন্দ!

ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়ার এবারের ঈদ পরিকল্পনা ঢাকাকেন্দ্রিক। যদিও চেয়েছিলেন এবার যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ঈদ করতে, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, পুরান ঢাকায় আমার ঈদের মজাই আলাদা। তবে এবার চেয়েছিলাম ইউএসে ঈদ করতে। কিন্তু ঢাকাতেই ফ্যামিলির সঙ্গে থাকব, বন্ধুদের সঙ্গে সময় কাটাব। আর ঈদের সিনেমাগুলো হলে গিয়ে দেখার প্ল্যান করেছি!

এদিকে তাসনুভা তিশা ঈদের দিন নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, আগে ঈদে শুধু ঘুমাতাম, এবার সেই ট্র্যাডিশন ভাঙব! পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, ঘুরব। ঈদটাকে একদম স্পেশালভাবে উপভোগ করব।

জান্নাতুল সুমাইয়া হিমির ঈদ সবসময়ই কাটে ঢাকায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের সব আত্মীয় ঢাকাতেই থাকেন, তাই গ্রামে যাওয়া হয় না বললেন হিমি। ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটাবেন, তবে এবার তার বিশেষ সঙ্গী থাকছে—তার পোষা বিড়াল আর পাখিরা! চাঁদ রাত পর্যন্ত কাজের চাপ থাকায় তেমন একটা বের হওয়া হবে না, তবে ঈদের দিন সন্ধ্যায় আইসক্রিম আর ফুচকা-চটপটি খাওয়ার পারিবারিক রীতি ঠিকই থাকছে। ঈদের দু-এক দিন পরই আবার শুটিংয়ে ফিরতে হবে, তাই স্বল্প সময়ের মধ্যেই ঈদটাকে উপভোগ করবেন তিনি।

মিস ফেস অব বিউটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ খেতাবজয়ী অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর ঈদ কাটবে ঢাকাতেই। ঈদের সকালটা পরিবারের জন্য রাখি, আর সন্ধ্যাটা বন্ধু-বান্ধবীদের জন্য জানালেন তিনি। ঈদে একদিকে পরিবারের সঙ্গে কাটানোর শান্ত মুহূর্ত, অন্যদিকে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডা—সব মিলিয়ে ঈদটাকে দারুণভাবে উপভোগের পরিকল্পনা তার।

তারকাদের ঈদ মানেই ভক্তদের জন্য বাড়তি কৌতূহল। কেউ দেশের বাইরে, কেউ শহরেই, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে গ্রামে। ব্যস্ত জীবনের ফাঁকে ঈদ মানেই এক টুকরো প্রশান্তি, আনন্দ আর ভালোবাসার মুহূর্ত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়