
দিশা পাটানি
টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলিউড অভিনেত্রী দিশা পাটানির নাম জড়িয়েছে শরীরচর্চা প্রশিক্ষক অ্যালেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে। যদিও তারা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, এক রেস্তোরাঁয় হাসিমুখে কারও সঙ্গে কথা বলছেন দিশা। তবে উল্টো দিকের ব্যক্তিকে দেখা যায়নি।
এ ভিডিও দেখে ভক্তরা বলছেন, দিশা নতুন প্রেমে পড়েছেন। তবে সমালোচকদের দাবি, এটি নজর কাড়ার জন্য সাজানো ভিডিও।
উত্তর প্রদেশে জন্ম নেয়া দিশা ২০১৫ সালে তেলেগু ছবি ‘লোফার’ দিয়ে অভিনয়ে আসেন। ২০১৬ সালে ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে বলিউডে জায়গা করে নেন তিনি। এরপর থেকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা ধরে রেখেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।