
জনি টিলটসন
‘পোয়েট্রি ইন মোশন’ খ্যাত গায়ক জনি টিলটসন না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এ গায়কের মৃত্যুর খবরে পশ্চিমা বিনোদন জগতে শোক নেমেছে।
মঙ্গলবার (০১ প্রিল) এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টিলটসনের স্ত্রী ন্যান্সি।
তিনি জানান, পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পোস্টে তার স্ত্রী লেখেন, জনি টিলটসন আমার দেখা সবচেয়ে মিষ্টি ও দয়ালু মানুষ। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয়জন, যিনি এখন না ফেরার দেশে।
উল্লেখ্য, এ শিল্পী গানের ক্যারিয়ার শুরুর দুই বছর পর তার হিট ট্র্যাক ‘পোয়েট্রি ইন মোশন’ প্রকাশ করেন। আর এ গানটিই দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। গানটি বিলবোর্ড হট ১০০-এ দ্বিতীয় স্থানে উঠে আসে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।