Apan Desh | আপন দেশ

আলিয়ার সামনেই ঘনিষ্ঠ রণবীর-দীপিকা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৬ এপ্রিল ২০২৫

আলিয়ার সামনেই ঘনিষ্ঠ রণবীর-দীপিকা!

ফাইল ছবি

বলিউড তারকা রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন। প্রেম, বিরহ ও তিক্ত সম্পর্কের কথা বলিউডে জনপ্রিয়। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে কীভাবে মানসিক যন্ত্রণা ঘিরে ধরেছিল দীপিকাকে, তাও সবাই জানে। রণবীর এরপর আলিয়ার প্রেমে পড়লেন। বিয়েও করলেন।

অন্যদিকে, রণবীর সিংকে বিয়ে করলেন দীপিকা। দুজনেই সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন। তবে হঠাৎই বলিউডের হাওয়ায় নতুন খবর। রণবীর ও দীপিকা নাকি আবার ঘনিষ্ঠ! আর এর সবটা জানেন আলিয়া! এমনকী, আলিয়ার চোখের সামনেই সব ঘটছে! 

‘তামাশা’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে ওই দুই তারকার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। বিশেষত রণবীরের প্রতি দীপিকার প্রেম নাকি বার বার ফুটে উঠেছে এ ছবিতে। তার পরে অবশ্য পানি গড়িয়ে গিয়েছে অনেক দূর। দুজনই এখন যে যার সংসারে সুখী। তবে এর মধ্যেই নাকি ফের ঘনিষ্ঠ হবেন দীপিকা-রণবীর।

সঞ্জয় লীলা বানসালি ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেয়া হয়েছে দীপিকাকেই। ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। 

অতিথি শিল্পী হিসেবে এ ছবিতে অভিনয় করছেন দীপিকা। তবে রণবীরের সঙ্গে নাকি তার রয়েছে অতি ঘনিষ্ঠ একটি সাহসী দৃশ্য। সে দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে। সেন্সর বোর্ড থেকেও তাই এ ছবি ‘এ’ সংশাপত্র পাবে বলে জানা যাচ্ছে।

এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে দীপিকা বা তার সহযোগী দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখন সই করেননি বলেই জানা যাচ্ছে। ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়