Apan Desh | আপন দেশ

ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৯৮

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:০০, ৯ এপ্রিল ২০২৫

ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৯৮

সংগৃহীত ছবি

ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুর্ঘটনার পর জরুরি অবস্থা পরিচালনা কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে ডোমিনিকান মেরেঙ্গু গায়ক রুবি পেরেজ ও ৫১ বছর বয়সী অবসরপ্রাপ্ত এমএলবি পিচার অক্টাভিও ডোটেলও রয়েছেন। ডোটেলকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পরেই তিনি মারা যান। দুর্ঘটনার পর, কয়েক ডজন অ্যাম্বুলেন্স আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত পৌনে ১টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। তখন ক্লাবটির ভেতরে ৫০০ থেকে এক হাজার মানুষ ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং হাজার মানুষের দাঁড়িয়ে থাকার ব্যবস্থা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সঙ্গীতশিল্পী পেরেজ মঞ্চে পারফর্ম করছিলেন। ঠিক তখনই বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তার মেয়ে জুলিংকা সাংবাদিকদের জানান, তিনি ধ্বংসস্তূপ থেকে বেঁচে যেতে সক্ষম হলেও তার বাবা বাঁচতে পারেননি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস অ্যাবিনাদা। তিনি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি পৌরসভার গভর্নর নেলসি ক্রুজও ছিলেন বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পুরো দিনব্যাপী মৃতের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যা নাগাদ তা ৭৯ জনে পৌঁছায় ও সর্বশেষ খবর অনুযায়ী তা ৯৮ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, যতক্ষণ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হবে, ততক্ষণ উদ্ধার অভিযান চলবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়