
ফাইল ছবি
পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ ঢাকায় এসেছেন ‘মেলোডি আনলিশড’ কনসার্টে গান গাইতে। কিন্তু কনসার্ট শুরুর মাত্র এক ঘণ্টা আগে হঠাৎ তা স্থগিত করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয়। তবে তারা কেন কনসার্ট বাতিল করল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এতে দর্শক ও শিল্পীরা বিভ্রান্ত ও ক্ষুব্ধ। ঢাকার ব্যান্ড ‘লেভেল ফাইভ’, ‘এনকোর’ ও শিল্পী এ কে রাহুল এ কনসার্টে পারফর্ম করার কথা ছিল। তারাও কিছু জানেন না কনসার্টের ভবিষ্যৎ কী।
কনসার্টটি আজ (১১ এপ্রিল) হওয়ার কথা ছিল বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে।
তবে সে কেন্দ্রের কর্তৃপক্ষ জানায়, আয়োজকদের কোনো বুকিং ছিল না। তারা শুধু যোগাযোগ করেছিল, কোনো টাকা দেয়নি।
তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ ও প্রিমিয়াম ১০ হাজার টাকা।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সে অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে সে সময় তা স্থগিত করেন আয়োজকেরা। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর আজও নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে কনসার্টটি স্থগিত করে আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এরই মধ্যে ‘মুস্তাফা জাহিদ মেলোডি আনলিশড’ কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।