
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন তিনি। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। সাফল্যে চূড়ায় উঠে গত বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এ দক্ষিণী অভিনেত্রী। বিরতি কাটিয়ে আবারও বলিউডে ফিরতে চলেছেন এ সুন্দরী।
বলিউড অভিনেতা ও প্রযোজক রাজকুমার রাওয়ের সঙ্গে পারিবারিক বিনোদনধর্মী একটি ছবিতে কাজ করতে চলেছেন কীর্তি সুরেশ। তবে এখনো ছবির গল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ার সূত্রে জানা যায়, কীর্তি সম্প্রতি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শক ও নির্মাতাদের নজর কাড়ছেন। বেশ কিছুদিন ধরে রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখা নতুন স্ক্রিপ্ট ও ট্যালেন্ট খুঁজছিলেন নতুন সিনেমা বানানোর জন্য। আর এ নতুন প্রজেক্টে তারা কীর্তিকে বাছাই করে নেন। যেখানে কীর্তি সুরেশকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে।
জানা যায়, এ ছবির গল্প ঘুরপাক খাবে ভারতীয় শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। একজন তরুণ পরিচালক এ সিনেমা নির্মাণ করতে চলেছেন এবং চিত্রনাট্যও চূড়ান্ত। তবে এখনো গল্পের নাম চূড়ান্ত হয়নি। এ ছাড়া এখনো নিশ্চিত নয় যে, ছবিটি থিয়েট্রিকাল রিলিজ হবে নাকি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে, তবে আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটির চূড়ান্ত ঘোষণা আসবে।
কীর্তিকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কালিসের পরিচালনায় নির্মিত ‘বেবি জন’ সিনেমায়। যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাদের পাশাপাশি অভিনয় করেন ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।