
জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার বিমানে হেনস্তার শিকার হয়ে আবারও আসলেন আলোচনায়। সম্প্রতি এ সংগীতশিল্পীর সঙ্গে ঘটেছে এমনই এক অপ্রীতিকর ঘটনা।
ঘটানাটি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। শনিবার (১২ এপ্রিল) ইন্দোরে শো করেন তিনি। আর সেখান থেকেই বিমানে দিল্লি যাওয়ার পথে ঘটল হেনস্তার মতো এ ঘটনা।
পোস্টে ইমন লিখেছেন, এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দিই। আর আপনাদের এমপ্লয়িরা সে সিট দিয়ে দিলো অন্য যাত্রীকে। এটা একেবারেই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।
এরপর ইমনরে এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তারপর মন্তব্য বক্সে নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক অনুরাগী। একজন লেখেন, যা খুশি তাই হচ্ছে। অন্যজন লিখলেন, গত মাসে আমাদের সঙ্গেও এ রকম হয়েছে। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম।
আরওপড়ুন<<>>তামান্নার ভিডিও ক্লিপে তোলপাড় নেট দুনিয়া
তবে কেউ কেউ আবার গায়িকাকে কটাক্ষ করে লেখেন, এ সমস্যাগুলো দেখেছি বেশি উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল মানুষদের সঙ্গেই হয়। আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে আর হয় না। যদি কেউ এমন পোস্ট করে, সেটা হাস্যকর ছাড়া কিছু নয়। এমন সমস্যায় পড়বেন না, ইকোনমি ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে ট্রাভেল করুন।
বর্তমান প্রজন্মের কাছে অতি পরিচিত নাম ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী ইমন। অস্কারের মঞ্চেও ইমনের গান প্রতিযোগিতা করেছিল। এ প্রথম বাংলা গান অস্কার মঞ্চের নমিনেশনে স্থান পেল। গানের নাম ইতি মা। পথশিশুদের নিয়ে গাওয়া এ গানে বিশ্বমানের স্বীকৃতি পান জনপ্রিয় এ শিল্পী ইমন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।