Apan Desh | আপন দেশ

সুইমিং পুলে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১৭ এপ্রিল ২০২৫

সুইমিং পুলে ঝড় তুললেন  নুসরাত ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

রুপালী জগতের তারকারা কিন্তু প্রায়ই অবকাশযাপনে গিয়ে এমন নদী, সমুদ্র বা পুলসাইডে পানির শীতল অনুভূতি নেন নানা আকর্ষণীয় লুকে। দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার উত্তাপ ছড়ালেন আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ঝড় তলেছেন ঢালিউডে  অন্যতম দাপুটে এ চিত্রনায়িকা

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জ্বীন ৩’-তে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি তেমন ব্যবসা সফল না হলেও আলোচনায় ছিল তারগান ‘কন্যা’। গানে পারফরম্যান্সে নুসরাতকে নিয়ে মেতে উঠেছিল দর্শকেরা। আকর্ষণীয় ফিগারে ভক্তদের মনে ঝড় তুলতে জুড়ি নেই এ নায়িকার। এবারও তাই করলেন রীতিমতো নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ঝড় তুললেন ভক্তদের মাঝে।

এখন অনেকটা ছুটির আমেজেই দিন কাটাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিচ্ছেন নুশরাত। এবার আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরলেন নায়িকা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন নুসরাত। তাতে দেখা যায়, এদিন বেশ লাইট মেকআপ এ ছিলেন নায়িকা। সাদা ব্রালেটে নেমে পড়েছেন সুইমিং পুলে, আর নিজেকে একটু একটু করে ভিজিয়ে নেন নায়িকা।

এ সময় ক্যামেরায় বিভিন্ন পোজ দেন নুসরাত। শরীরের অর্ধেকটা জলে ডুবিয়ে নিজেকে যেন করে তোলেন আরও উষ্ণ ও আবেদনময়ী। ক্যাপশনে লিখেছেন, সার্ভিং লুকস, মেকিং স্প্ল্যাশেস, অ্যান্ড প্রিটেন্ডিং আই ডিড নট জাস্ট গেট মাই হেয়ার ওয়েট।

নুসরাতের লাস্যময়ী এ লুক রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন, বেশি সাহসী, আবার কেউ লিখেছেন, এত খোলামেলা হওয়ার প্রয়োজন নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়