Apan Desh | আপন দেশ

স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে  রাস্তায় নেমেছিলেন বাঁধন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ২০ এপ্রিল ২০২৫

স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে  রাস্তায় নেমেছিলেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত বছরের জুলাই-আগস্টে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এক পর্যায়ে সেটি রুপ নিয়েছিল গণঅভ্যুত্থানে। ছাত্র জনতার প্রতি সংহতি প্রকাশ করে সে সময় রাজপথে নেমে এসেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদী ছিলেন, তেমনই ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি।

এক সাক্ষাতকারে জুলাইয়ের গণআন্দোলনের সময়ের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, হাসিনা পালিয়ে যাওয়ার খবর শোনার পরে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিকশা করে পুরো ঢাকা শহর ঘুরে বেড়িয়েছিলেন তিনি।

বাঁধন বলেন, ৫ আগস্ট উনি (হাসিনা) পালাইছে পালাইছে করতে করতে আড়াইটার সময় আমি বনানী পর্যন্ত গেছি। তখন আমার কাছে বাংলাদেশের পতাকা ছিল, সেটা গায়ে জড়িয়ে রিকশা নিয়ে ঘুরেছি পুরো ঢাকা শহর।

কেন আন্দোলনে রাজপথে নেমে এসেছিলেন, সে কারণ ব্যাখ্যা করে বাঁধন বলেন, সময়ের সঙ্গে আমরা নিপীড়নের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন দেখলাম, নিরীহ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি। আমি একজন শিল্পী, ডাক্তার, মা-সবকিছুর আগে আমি একজন নাগরিক, একজন মানুষ। তাই মাঠে নামার সিদ্ধান্ত নেই।

অভিনেত্রী আরও বলেন, আমরা যখন রাপজথে নেমে আসি তখন তো কেউ জানত না ৫ আগস্টে কী হবে। আমরা রাষ্ট্রের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি, এটা ছিল অনেক বড় রিস্ক। অনেক বাধা এসেছে আমাদের পথে।

বাঁধন বলেন, ছাত্রদের কাছ থেকেই শিখেছি কীভাবে ডর-ভয়হীন হতে হয়, কীভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। ভয় ছিল, কিন্তু এক ধরনের আনন্দও ছিল। যারা আন্দোলনে ছিল না, তারা ওই পজিটিভ ভাইবটা বুঝবে না।

অভিনেত্রী জানান, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সবাই দেশকে ভালোবেসেই আন্দোলনে যোগ দিয়েছেন। সবাই চায় স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ। সে ইচ্ছা থেকেই সবাই রাস্তায় নেমেছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়