
চিত্রনায়িকা পরীমণি
মাত্র দুই দিন আগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন গৃহপরিচারিকা পিংকি আক্তার। এবার সে গৃহপরিচারিকার বিরুদ্ধে পাল্টা মামলা করণে ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী। ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন পরী।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘সকল খবর’-এর স্বত্বাধিকারী মোরশেদ সুমন, ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর বিনোদন বিভাগ, ‘ডিজিটাল খবর’, ‘পিপল নিউজ’ এবং গৃহকর্মী পিংকি আক্তার।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলাটি দাখিল করেন পরীমনি। আদালত ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া।
এদিন আদালতে উপস্থিত ছিলেন পরীমনি নিজে। শুনানিতে তার পক্ষে অংশ নেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন।
মামলায় পরীমনি অভিযোগ করেন, আসামিরা মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন। গৃহকর্মী পিংকি আক্তার গত ৫ মার্চ ‘কাদের এজেন্সি’র মাধ্যমে তার বাসায় যোগ দেন এবং ২৭ মার্চ ২০ হাজার টাকা নেন। ২ এপ্রিল বাসা ত্যাগ করার পর থেকে পরীমনির বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তার দেয়া উদ্দেশ্যমূলক সাক্ষাৎকার এবং তা অভিযুক্ত সংবাদমাধ্যমগুলোর প্রচারে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পরীমনির সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ১৭ এপ্রিল গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমনি ও সৌরভের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পরীমনির বাসায় গৃহপরিচারিকার কাজে যোগ দেন তিনি। একটি শিশুর দায়িত্ব দেয়ার কথা থাকলেও বাস্তবে তাকে দুটি শিশুর দেখাশোনা এবং রান্নার কাজ করতে হতো।
পিংকি আরও অভিযোগ করেন, ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমনি মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে এসে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে পরীমনি বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’ পিংকি জানান, শিশুর রুটিন অনুযায়ী দুধ খাওয়ানোর সময় ছিল বলে তিনি দুধ তৈরি করেছিলেন।
এই কথোপকথনের পর পরীমনি ক্ষিপ্ত হয়ে তাকে মাথা, মুখ ও চোখে চড়-থাপ্পড় মারেন এবং পিংকি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি নিরাপত্তার জন্য সাহায্য চান এবং ৯৯৯-এ ফোন করেন। অভিযোগে আরও বলা হয়, সেসময় সৌরভ উপস্থিত থেকে নির্যাতনে উৎসাহ দেন এবং পিংকিকে বাসা থেকে যেতে বাধা দেন।
পরবর্তীতে পিংকি পুলিশি সহায়তায় বাসা থেকে বের হন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। তিনি ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে কোনো অগ্রগতি না দেখে আদালতে মামলা দায়ের করেন।
এ মামলায় পরীমনি ও সৌরভের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী পিংকি আক্তার (২৪) নেত্রকোনার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।