Apan Desh | আপন দেশ

ভারত ছাড়ছেন সাইফ-কারিনা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ২৬ এপ্রিল ২০২৫

ভারত ছাড়ছেন সাইফ-কারিনা!

ফাইল ছবি

পতৌদির শেষ নবাব মনসুর আলি খান পতৌদি। তার সন্তান সাইফ আলি খান। উত্তরাধিকার হিসেবে অনেক সম্পদ পেয়েছেন এ বলিউড অভিনেতা।  বিশাল পাতৌদি প্যালেসের মালিক তিনি। মুম্বাইয়ে রয়েছে তার বিরাট অ্যাপার্টমেন্ট। তবুও স্ত্রী কারিনা কাপুরকে নিয়ে আজ মুম্বাই তো কাল লন্ডনে থাকেন সাইফ। 

সম্প্রতি ভারতের বাইরে বিশাল বাংলো কিনেছেন সাইফ। ফলে গুঞ্জন উঠেছে তাহলে কী সাইফও স্ত্রী-সন্তান নিয়ে দেশ ছাড়ছেন, কোথায় কিনলেন দামি বাড়ি? অন্যদিকে বিরাট কোহলি-অনুশকা শর্মাও লন্ডনে থাকতে শুরু করেছেন এবং তাদের দেশ ছাড়া নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

জানা গেছে, বলিউড সুপারস্টার সাইফ আলি খান সম্প্রতি নিজের জন্য একটি নতুন বাড়ি কিনেছেন। তিনি ভারতে নয়, কাতারের দোহায় এ বিলাসবহুল বাড়িটি কিনেছেন। সাইফ আলি খান প্রকাশ করেছেন যে কাতারের সৌন্দর্য, নিরাপত্তা এবং ভারতের থেকে খুব বেশি দূর না হওয়ার ফলে তিনি এ বাড়িটি কিনেছেন, যাতে তার পরিবার সেখানে নিয়মিত যাতায়াত করতে পারে এবং ছুটি উপভোগ করতে পারে। এ বাড়িতে থাকতে সাইফ অত্যন্ত উপভোগ করেন এমনই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাইফ বললেন, আমি কিছু জিনিস নিয়ে ভাবি। একটি হলো এটি খুব বেশি দূরে নয়। সহজেই পৌঁছানো যায় এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি খুব নিরাপদ। অন্যদিকে এ বাড়িতে থাকার দারুণ অনুভূতি। এটি একটি দ্বীপের মধ্যে। এটি বসবাসের জন্য সত্যিই একটি সুন্দর জায়গা।

সাইফ কেনো দোহায় বাড়ি কিনেছেন-এমন প্রশ্নের জবাবে বলেন, আমি কিছু কাজের জন্য সেখানে গিয়েছিলাম এবং আমি কিছু একটার শুটিং করছিলাম, তখন এ প্রপার্টিতে আমি ছিলাম। আমার মনে হয়েছিল এটি দুর্দান্ত। এছাড়াও নিরাপত্তা ও গোপনীয়তা রাখতে এ জায়গাটি বেশ ভালো। পছন্দ করেছি। খুব যত্ন নিয়ে এ বাড়িটি তৈরি করা হয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়