Apan Desh | আপন দেশ

শুটিং সেটে তরুণ কোরিওগ্রাফারের মৃত্যু নিয়ে চাঞ্চল্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:১৩, ২৬ এপ্রিল ২০২৫

শুটিং সেটে তরুণ কোরিওগ্রাফারের মৃত্যু নিয়ে চাঞ্চল্য

নৃত্যশিল্পী সৌরভ শর্মা-রিতেশ দেশমুখ

বলিউডের জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ। অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর জনপ্রিয় এ অভিনেতার ‘রাজা শিবাজি’সিনেমার শুটিংয়ের সময় মারা গেলেন তরুণ এক নৃত্যশিল্পী। সৌরভ শর্মা (২৬) নামে ওই নৃত্যশিল্পী গানের শুটিং শেষ করার পরপরই কৃষ্ণা নদীতে ডুবে যান। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তার মরদেহ পাওয়া যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত গ্রাম সঙ্গম মাহুলিতে ‘রাজা শিবাজি’সিনেমার শুটিং চলছিল। সেখানে কোরিওগ্রাফারদের মধ্যে নৃত্যশিল্পী সৌরভ শর্মাও ছিলেন।

একটি গানের শুটিং শেষ করার পরপরই ওই নৃত্যশিল্পী কৃষ্ণা নদীতে ডুবে যান। নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তবে এ ঘটনায় প্রত্যক্ষদর্শী কোনো বয়ান না পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

আরওপড়ুন<<>>ভারত ছাড়ছেন সাইফ-কারিনা!

খবরে আরও বলা হয়, ওই গানে রঙ ছিটানোর একটা বিষয় ছিল। ফলে সৌরভও রং ছড়িয়েছিলেন। তাই তার হাতে রং লেগেছিল। শুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়া শেষে সাঁতার কাটবেন বলে স্থির করেন সৌরভ শর্মা। আর সাঁতার কাটতে গিয়েই নদীর গভীরে চলে যান। তারপর তীব্র স্রোতে ভেসে যান ওই শিল্পী।

ওই ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে পরের দিন বুধবার সকালে পুনরায় শুরু হয়। কিন্তু এদিনও সৌরভ শর্মার কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে ‘রাজা শিবাজি’ ছবির পুরো ইউনিটে। অন্যদিকে এখনও বিষয়টি নিয়ে কিছু বলছেন না রিতেশ।

উল্লেখ্য, কিংবদন্তি মারাঠি যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি ছবি ‘রাজা শিবাজি’। সিনেমাটি অভিনেতা রিতেশ দেশমুখ পরিচালনা করছেন। এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেতাকে।

আপন দেশ/এমইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়