Apan Desh | আপন দেশ

সাজিদ খান বলল, অন্তর্বাস পরে আমার সামনে বসো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২৮ এপ্রিল ২০২৫

সাজিদ খান বলল, অন্তর্বাস পরে আমার সামনে বসো

নবীনা বোলে-সাজিদ খান

যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে সাজিদ খানের বিরুদ্ধে। মি টু আন্দোলনের অংশ হিসেবে যারা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনী চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায়। এবার সেই তালিকায় যোগ হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, পরিচালক সাজিদ খান খুব খারাপ আর ভয়ঙ্কর মানুষ। লোকটার সঙ্গে আমি আর কখনও মুখোমুখি হতে চাই না। নারীদের অসম্মান করার ব্যাপারে ওর চেয়ে ভালো আর কেউ হতেই পারে না!

সাক্ষাৎকারে নবীনা বোলে দাবি করেন, ২০০৪ সালের ঘটনা। সেই সময় ‘হে বেবি’ ছবি পরিচালনা করছিলেন সাজিদ। একদিন হঠাৎই আমাকে ফোন করে নিজের অফিসে ডেকে পাঠান তিনি। ফোনকল পেয়ে খুবই অনন্দিত ছিলেন। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, তুমি তোমার সমস্ত পোশাক খুলে অন্তর্বাস পরে কেন বসছ না? আমি দেখতে চাই, নিজের শরীর নিয়ে তুমি কতটা স্বচ্ছন্দ বোধ করো।

আরওপড়ুন<<>>সুহানার মা দীপিকা, দাবি শাহরুখের

বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।  জবাবে আমি বলেছিলাম, যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে। এসব বলে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসি। 

অভিনেত্রীর দাবি, সাজিদ অপেক্ষা করেছিলেন, হয়তো বিকিনি পরে ফিরে যাবেন তিনি। তবে সেই ইচ্ছে তার পূরণ হয়নি। কিন্তু সাজিদ বার বার ফোন করতে থাকেন নবীনাকে।

উল্লেখ্য, ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ ছিলেন নবীনা বোলে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়