
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা
দক্ষিণী ফ্লিম ইন্ডাস্ট্রির সেনসেশন শ্রীলীলা। যিনি তার গ্ল্যামারে গোটা ভারতকে মুগ্ধ করেছেন। ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন ‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত এ নায়িকা। কিন্তু এর মধ্যে তিন সন্তানের মা হয়েছে হয়েছেন ২৩ বছর বয়সি শ্রীলীলা!
আসলে শ্রীলীলার এক পোস্ট থেকেই তার মা হওয়ার জল্পনার সূত্রপাত। যেখানে অভিনেত্রী শিশুকন্যার সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ঘরে আরও একজন নতুন অতিথি, আমার মনে তোমায় স্বাগত। অভিনেত্রীর এ পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু ব্যাপারটা কী?
জানা যায়, শ্রীলীলা আসলে ওই শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। এ অবশ্য প্রথম নয়। বছর দুয়েক আগেই দুজন খুদেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন অনাথ আশ্রম থেকে।
২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়েছিলেন শ্রীলীলা। সেখান থেকেই দুজন শিশুকে দত্তক নেন তিনি। গুরু নামে এক পুত্রসন্তান এবং শোভিতা নামে এক শিশুকন্যার খোঁজ পান সেখান থেকে। দুজনেই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু। আর এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, আসলে ওদের দেখে বড় মায়া হয়েছিল। মনে হয়েছিল, দত্তক নিতে পারলে ওদের ভালো হবে।
আরওপড়ুন<<>>সাজিদ খান বলল, অন্তর্বাস পরে আমার সামনে বসো
এমন অনুভূতি থেকেই গুরু এবং শোভিতাকে দত্তক নেওয়া শ্রীলীলার। এবার তার পরিবারে যোগ হল আরেক সদস্য। আরেকজন শিশুকন্যাকে দত্তক নিলেন অভিনেত্রী। আর শ্রীলীলার এহেন উদ্যোগ দেখেই নেটপাড়া এ লাস্যময়ী অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছে।
এদিকে শ্রীলীলার সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন তুঙ্গে! সম্প্রতি অভিনেতার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দেখা যায় নায়িকাকে। যত আলোচনার শুরুয়াত সেখান থেকেই। সোশাল মিডিয়ায় নায়ক-নায়িকার সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, কার্তিকের পরিবারের সকলের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন শ্রীলীলা। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন কার্তিক নিজেও।
সম্প্রতি উত্তরবঙ্গেও শুটের মধ্যে শ্রীলীলার সঙ্গে ছবি দিয়ে কার্তিক লিখেছিলেন- তুমিই আমার জীবন। ছবিতে দেখা যায়, শুটের ফাঁকে চা বাগানের মধ্যে বসে যুগলে। লাজে রাঙা শ্রীলীলা। কার্তিক মুগ্ধ নয়নে চেয়ে রয়েছেন তার দিকে। সেখানেই কি তাদের প্রেম জমলো? অনুমান তেমনই।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।