Apan Desh | আপন দেশ

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২৩, ২৯ এপ্রিল ২০২৫

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরেছে মোহামেডান। এতে টানা তৃতীয়বারের মতো ডিপিএল শিরোপা ছুঁয়ে দেখেছে আবাহনী। অলিখিত এ ফাইনালে হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে দর্শকদের দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে।

দেড় দশকেরও বেশি সময় ধরে ডিপিএল শিরোপা ধরা দেয়নি মোহামেডানকে। এবার শিরোপার খুক আছে গিয়েও কপাল পুড়েছে তাদের। এ হতাশায় মুহ্যমান মাহমুদউল্লাহ যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন গ্যালারি থেকে তাকে কিছু একটা বলা হয়। আর এতেই তেলেবেগুনে জ্বলে উঠে গ্যালারির দিকে রওনা হন মাহমুদউল্লাহ। 

আরও পড়ুন>>>চার বছর পর সেঞ্চুরি পেলেন সাদমান

ঘটনার ভিডিওতে দেখা যায়, মাহমুদউল্লাহকে মোহামেডানের কর্মকর্তারা দর্শকসারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। পরে তাকে সেখান থেকে নামিয়ে আনেন তারা।

উল্লেখ্য, গোটা মৌসুমজুড়ে মিরপুরে দর্শক সমাগম হয়নি বললেই চলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বলেই খেলা দেখতে আসেন অনেকে। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পা হড়কালেও জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ফিফটির পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৭৮* রানের ইনিংসে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়