Apan Desh | আপন দেশ

৭৬তম কান উৎসবের পর্দা উঠল জমকালো আয়োজনে

মুহাম্মদ আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ০৮:৩১, ১৭ মে ২০২৩

আপডেট: ১৬:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

৭৬তম কান উৎসবের পর্দা উঠল জমকালো আয়োজনে

লাল গালিচায় কান উৎসবের বিচারকরা। ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনে পর্দা উঠেছে বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের। ১৬ মে বাংলাদেশ সময় রাত ১১টায় পর্দা উঠেছে এবারের আসরের। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকেই মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে তারকা-শিল্পীদের ভিড় দেখা গেছে। 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মূল আকর্ষণ লাল গালিচায় হেঁটেছেন বিভিন্ন দেশের তারকারা। প্রথম দিনে লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন ২ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ছিলেন হলিউড সুপারস্টার জনি ডেপ। 

এবার কান উৎসবের ৭৬ তম আসর। এ আসরের পর্দা উঠেছে জনি ডেপের সিনেমা ‘জান দ্যু ব্যারি’ প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। 

আয়োজক সূত্রে জানা গেছে, এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি সিনেমা ও ১টি ডকুমেন্টারি। এদের মধ্যে থেকেই সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপাম উঠবে একজনের হাতে।

(অফিসিয়াল পোস্টারসহ কানের মূল ভেন্যু। ছবি: সংগৃহীত )

আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হবে ২০টি সিনেমা। প্রতিযোগিতার বাইরে আছে ৬টি সিনেমা ও ১টি টিভি সিরিজ। এছাড়া অন্যান্য বিভাগে আছে আরও মোট ২১টি সিনেমা।

১২ দিনব্যাপী ৭৬তম কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। এবা জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন রুবেন অস্টলুন্ড। বলিউড তারকা আনুশকা শর্মা কানে অংশ নেয়ার কথা রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়