Apan Desh | আপন দেশ

কান উৎসবের পর্দা নামছে আজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ২৭ মে ২০২৩

আপডেট: ২০:৩৭, ২৭ মে ২০২৩

কান উৎসবের পর্দা নামছে আজ

কান উৎসবের লাল গালিচায় মাকসুদা আখতার প্রিয়তি। ছবি: সংগৃহীত

বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৪৬ সালের শুরু হয়েছিল উৎসব। এবার উৎসবের ৭৬তম আসর। ১৬ মে পর্দা উঠেছিল জমকালো আয়োজনে।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ (২৭ মে)। ১২ দিনব্যাপী এ আয়োজন মুখর ছিল বিশ্বখ্যাত তারকাদের পদচারণায়। উৎসবের উদ্বোধন হয়েছিল হলিউড তারকা জনি ডেপের ‘জান দ্যু বারি’ সিনেমার প্রর্দশনীর মধ্যে দিয়ে। সমাপনী দিনে প্রদর্শিত হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। 

এবারের আয়োজনে লাল গালিচায় হেঁটেছেন হলিউড তারকা জনি ডেপ, বলিউড তারকা সারা আলি খান, ম্রুনাল ঠাকুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, উর্বশী রাউতেলা, মৌনী রায়, সালি লিওনি, বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও অভিনেত্রী মাকসুদা আখতার প্রিয়তিসহ আরও অনেকে।

এবার স্বর্ণপাম পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশনে রয়েছে কয়েকটি ছবি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়