Apan Desh | আপন দেশ

কান উৎসবের পর্দা নামল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২৮ মে ২০২৩

আপডেট: ১৬:১৪, ২৮ মে ২০২৩

কান উৎসবের পর্দা নামল

ছবি: সংগৃহীত

পর্দা নামল বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্রবিষয়ক আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের। বাংলাদেশ সময় শনিবার (২৭ মে) দিবাগত রাত ১২টার পর বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ১২ দিনের জমকালো আসরের।

গত দুই বছর করোনার জন্য কানের জৌলুশ ছিল কিছুটা ফিকে। যদিও গতবারের কান ছিল বাংলাদেশের জন্য বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবি কানের অফিশিয়াল সিলেকশন পায়। সেই গৌরব অর্জন করে তরুণ নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আজমেরী হক বাঁধন অভিনীত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। কানের নতুন পরিচালকদের শাখা ‘আ সার্তে রিগা’তে মনোনয়ন পায় ছবিটি। ছবিটি প্রশংসা কুড়ায়। সেরা অভিনয়শিল্পীর দৌড়ে এগিয়ে ছিলেন বাঁধনও। যদিও ছবিটি কোনো পুরস্কার পায়নি।

মজার বিষয় হলো, ‘রেহানা মরিয়ম নূর’ যে শাখার মাধ্যমে কানের অফিশিয়াল সিকেলশন পেল, সেই একই শাখার মাধ্যমে পাকিস্তানও প্রথমবারের মতো কানের অফিশিয়াল সিলেকশন পায়। কিন্তু তাদের ভাগ্য সুপ্রসন্ন। প্রথমবারেই জুরি পুরস্কার জিতে নিয়েছে পাকিস্তানের ছবি ‘জয়ল্যান্ড’। আ সার্তে রিগা বিভাগের প্রতিদ্বন্দ্বিতা করা ২০টি ছবিকে পেছনে ফেলে পুরস্কার জিতেছে ‘জয়ল্যান্ড’। এ ছাড়া সমকামী, তৃতীয় লিঙ্গদের নিয়ে নির্মিত সিনেমার জন্য পুরস্কার কুইয়ার পামও জিতেছে ছবিটি। ‘জয়ল্যান্ড’ পরিচালক সেলিম সাদিকের প্রথম ছবি। ২০০৯ সালে পাকিস্তান তৃতীয় লিঙ্গের মানুষকে আইনি বৈধতা দেয়। ২০১৮ সাল থেকে দেয়া হয় পাসপোর্ট। এ জন্যই ‘জয়ল্যান্ড’-এর এই পুরস্কারকে প্রতীকী অর্থে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

কানের অন্যতম লালগালিচা। বিশ্বের সব প্রান্তের প্রখ্যাত তারকারা আলো ছড়ান। এবারও হলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্যারন স্টোন থেকে শুরু করে লিওনার্দো ডিক্যাপ্রিও, শাকিরা, বেলা হাদিদরা আলো ছড়ান। কম যাননি বলিউড তারকারা। জুরিবোর্ডের সদস্য দীপিকাকে তো ১৪ দিনই সেখানে থাকতে হয়েছে। এর বাইরে বিউটি কুইন ঐশ্বরিয়া, পূজা হেজ, তামান্না ভাটিয়া, হিনা খান, উর্বশি রাওতেলা, হুমা কুমেশিসহ বেশ কয়েকজন তারকা বাহারি পোশাকে হাজির হন। ব্যতিক্রমী কাণ্ডের জন্যও আলোচনায় এসেছে রেড কার্পেট। এক ইউক্রেনীয় নারী অর্ধনগ্ন হয়ে রাশিয়ার সেনাদের দ্বারা তার দেশের নারীদের যৌন নির্যাতন বন্ধের দাবি জানান। ফরাসি দম্পতি মারি পেরেনেস ও সাইমন দ্যঁপারদো পরিচালিত ‘ফেমিনিস্ট রিপোস্ট’ প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে ফ্রান্সের নারীবাদী আন্দোলনকারীদের গল্প। ২২ মে এ ছবিটি কানে স্ক্রিনিংয়ের আগে কয়েরজন নারীর হাতে ব্যানারে দেখা গেছে ১২৯ জন নারীর নাম, যারা গৃহনির্যাতনের কারণে মারা গেছেন। তাদের আরেক হাতে কালো ধোঁয়া উড়িয়ে দেন। প্রামাণ্যচিত্রে দেখা যায়- এলিস, অ্যালেক্সিয়া, সিসিলি ও জিল হাজার হাজার তরুণীর মতোই প্রতিদিন পথেঘাটে যৌন হয়রানির শিকার হন। রাতের আঁধারে সাদা শিট ও কালো রঙে নারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে স্লোগান লিখে রাখে তারা। তাদের অনেকে দীর্ঘদিন ধরে নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, কেউ কেউ কখনো এমন কর্মসূচিতে অংশ নেননি।

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম তামাম দুনিয়ার পরিচালকের কাছে কাঙ্ক্ষিত। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত সব ছবি এই পুরস্কারের জন্য মনোনীত হয়। পুরস্কারটি জিতলে যেকোনো পরিচালকের জীবন বদলে যেতে পারে। ১৯৯৮ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের অংশীদার হিসেবে স্বর্ণপাম তৈরির দায়িত্ব পালন করে আসছে সুইজারল্যান্ডের বিশ্বনন্দিত ব্র্যান্ড শপার্ড। তাদের অংশীদারত্বের ২৫ বছর পূর্তি হয়েছে এবার। তা ছাড়া কান এবার ৭৫তম আসর উদযাপন করেছে। তাই জ্বলজ্বলে স্বর্ণপাম নতুনভাবে নকশা করা হয়েছে। এটি দেখতে পামগাছের একটি পাতার মতো। পুরোটাই চাকচিক্যময় ১৮ ক্যারেট হলুদ রঙের স্বর্ণ। এর দুটি শিরার একটিতে উৎসবের ৭৫তম আসরের প্রতীক হিসেবে ৭৫টি হীরার টুকরো এবং অন্যটিতে রয়েছে কান-শপার্ড অংশীদারত্বের রজতজয়ন্তীর প্রতীক ২৫টি হীরার টুকরো।

এবার কানের হৃদয় জয় করেছে ব্রিটিশ রক এন রোলের রাজা এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’। ২৫ মে ছিল বাজ লারম্যান পরিচালিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান কলাকুশলীদের। প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ‘এলভিস’ দেখানোর আগে আয়োজকরা রেখেছিলেন লালগালিচার জৌলুশ। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও অংশ নিয়েছেন গায়িকা শাকিরা, এলভিস প্রিসলির স্ত্রী প্রিসিলা প্রিসলি। এ সময় বেজেছে এলভিস প্রিসলির বিখ্যাত গান ‘হাউন্ড ডগ’ এবং ‘জেলহাউস রক’। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার। এলভিস প্রিসলির ম্যানেজার কর্নেল টম পার্কার চরিত্রে আছেন টম হ্যাঙ্কস। এলভিসের স্ত্রী প্রিসিলা প্রিসলি হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলিভিয়া ডিজঞ্জ। এবারের কান উৎসবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে অভিবাদন পেয়েছে ‘এলভিস’।

এবারের আসরে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা ফরেস্ট হুইটেকার ও প্রখ্যাত অভিনেতা টম ক্রুজ। কান উৎসবের অফিশিয়াল সিলেকশনে এ নিয়ে ষষ্ঠবার জায়গা পেলেন ফরেস্ট হুইটেকার। আর টম ক্রুজের সাড়াজাগানো ছবি ‘টপ গান’র নতুন কিস্তির উদ্বোধনী প্রদর্শনী হয় কানে।

কানের ইতিহাসে এবারই প্রথম নারীদের পরিচালিত পাঁচটি ছবি স্বর্ণপামের জন্য মনোনীত হয়। প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২১টি চলচ্চিত্রের মধ্যে নারীরা একক কিংবা যৌথভাবে পরিচালনা করেছেন পাঁচটি ছবি। এগুলো হলো ফ্রান্সের ক্লেয়ার ডেনির ‘স্টারস অ্যাট নুন’ ও ভালেরিয়া ব্রুনির তেদেস্কির ‘দ্য আলমন্ড ট্রি’ ও যুক্তরাষ্ট্রের কেলি রাইকার্ডের ‘শোয়িং আপ’।

এ বছর কানে প্রাধান্য দেয়া হয়েছে ভারত-ফ্রান্স বন্ধুত্বকে। এরই অংশ হিসেবে কানের প্রধান নয় জুরির একজনকে নির্বাচন করা হয় বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়া এ আর রহমান, প্রসূন জোসি, নাওয়াজউদ্দিন সিদ্দিকীসহ বেশ কজন তারকা ভারতের প্রতিনিধিত্ব করেন লালগালিচায়। এখানে দেখানো হয় অস্কারজয়ী বাংলা পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ ও অভিনেতা থেকে পরিচালক হওয়া আর মাধবনের প্রথম ছবি ‘রকেট’।

এবার কানের মার্সে দ্যু ফিল্ম বা বাণিজ্যিক শাখায় দেখানো হয় বাংলাদেশের তিনটি ছবির ট্রেলার। বঙ্গবন্ধুর বায়োজিক ‘মুজিব’র ট্রেলার নিয়ে সেখানে যান আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ নিয়ে অনন্ত-বর্ষা দম্পতি। এ ছাড়া নুহাশ হুমায়ূনের শর্টফিল্ম ‘মশারী’ নির্বাচিত হয় বিভাগে।

এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে লড়েছে ২০টি সিনেমা ও একটি তথ্যচিত্র। সেখান থেকেই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

এক নজরে বিজয়ী নির্মাতা ও সিনেমার নাম-

১। স্বর্ণপাম জয়ী: জাস্টিন ত্রিয়েত (সিনেমা: অ্যানাটমি অব অ্যা ফল)।

২। গ্র্যান্ড প্রিক্স: জোনাথন গ্লেজার (সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট)।

৩। জুরি প্রাইজ: আকি কাউরিসমাকি (সিনেমা: ফলেন লিভস)।

৪। সেরা নির্মাতা: আং হুং ট্রান (সিনেমা: পট আউ ফেউ)।

৫। সেরা অভিনেতা: কোজি ইয়াকসু (সিনেমা: পারফেক্ট ডেজস)।

৬। সেরা অভিনেত্রী: মেরভি ডিজদার (সিনেমা: অ্যাবাউট ড্রাই গ্রাসেস)।

৭। সেরা চিত্রনাট্য: সাকামোটো ইয়ুজি (সিনেমা: মনস্টার)।

এ ছাড়া আরও যারা উল্লেখযোগ্য পুরস্কার জিতেছেন–

ক্যামেরা দ’র: থিয়েন আন ফাম (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)

সম্মানসূচক স্বর্ণপাম: মাইকেল ডগলাস, হ্যারিসন ফোর্ড

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টোয়েন্টি সেভেন (ফ্লোরা আন্না বুদা, ফ্রান্স ও হাঙ্গেরি)

স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): ফার (কুন্নুর মার্তিন্সদত্তির স্লুতার, আইসল্যান্ড)

কানের এবারের আসরের পর্দা উঠেছিল মঙ্গলবার (১৬ মে)। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এবারের আসরের পর্দা ওঠে। তাতে অংশগ্রহণ করেন ৩৫ হাজারের বেশি চলচ্চিত্র তারকা ও সেলিব্রেটি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়