ফাইল ছবি
সাম্প্রতিক সময়ে টানা লোডশেডিং আর তাপদাহের কবলে পড়ে বিদ্যুৎ নিয়ে সরব সাধারণ মানুষ। বিশেষ করে ফেসবুকে চলছে সমালোচনা। আর এই সমালোচনার অন্যতম টার্গেট মমতাজ।
গণমাধ্যমকে গায়িকা মমতাজ এমপি বলেন, ‘নানাভাবে আমার নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’ মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন ঘেরাও করা হয়েছে? কারণ মমতাজ বিদ্যুতের কথা বলেছিলেন- ফেসবুকে ঢুকেই এমন সব কথাবার্তা স্বয়ং মমতাজ নিজেই দেখেছেন।
মমতাজ জানালেন, তিনি বিদ্যুৎ নিয়ে সংসদে যা বলেছিলেন, তা তো মিথ্যা নয়।
সমালোচনার জবাব দিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতের কণ্ঠশিল্পী মমতাজ।
যে কারণে এত ট্রল, এত আলোচনা-সমালোচনা তার জবাবে মমতাজ বলেন, ‘আমি সংসদে যা বলেছিলাম তা তো ভুল বলিনি। তখন আমার গ্রামের ৩০ ভাগ মানুষের বাসায় বিদ্যুৎ ছিল। আমি এখানে দায়িত্ব নেওয়ার পর শতভাগ ঘরে বিদ্যুৎ দিয়েছি।
আপন দেশ/এমআর/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।