Apan Desh | আপন দেশ

আজ ঢাকার মঞ্চে গাইবেন অনুপম, অর্ণব, তাল পাতার সেপাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ৬ জুলাই ২০২৩

আজ ঢাকার মঞ্চে গাইবেন অনুপম, অর্ণব, তাল পাতার সেপাই

ফাইল ছবি

ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক এক কনসার্টে গান গাইতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

বুধবার রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুপম জানান, বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইতে পারা তার জন্য সব সময় আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগু‌লোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আজ বিকেল পাঁচটার দিকে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।

২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে সাড়া ফেলে দেন অনুপম। এরপর একের পর এক তার গান প্রশংসিত হয়েছে। ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়