ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য রোববার ( ৩ সেপ্টেম্বর) রাতে আপন দেশকে জানান, বিএনপি প্রধানের দেহে খনিজ অসমতা দেখা দিয়েছে৷
তাঁর শরীরে ক্যালসিয়াম, পটাসিয়াম ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন<<>> খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার পেটে পানি বেড়েছে ৷ ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে। এ কারণে তাঁর ঘুম হচ্ছে না।
বোর্ডের সেই সদস্য দাবি করেছেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে। এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। খালেদা জিয়ার রক্তচাপ ও ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবক’টি প্যারামিটারই ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত দুদিনে তাঁর অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ড কয়েকটির ফল দেখে উদ্বিগ্ন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। পাশাপাশি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।
আপন দেশ/এবি