ছবি: সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু হয়। করোনা মহামারির পর হৃদরোগে মৃত্যের সংখ্যা বেড়েছে। এমনকি বর্তমানে তরুণদের মধ্যেও মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ। এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু লিঙ্গভেদে হৃদরোগের লক্ষণগুলো আলাদা হয়ে থাকে। তাই মৃত্যুঝুঁকিও হতে পারে কম-বেশি।
প্রতিবেদনে অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষদের কম বয়সে হৃদরোগের ঝুঁকি বেশি। পুরুষদের মধ্যে ধূমপান, মানসিক চাপ ও অনিয়ন্ত্রির জীবনযাপন হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এছাড়া মহিলাদের মেনোপজের পর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
গবেষকদের মতে, হৃদরোগের লক্ষণগুলো নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। হার্ট অ্যাটাক হলে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং ক্লান্তির মতো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। সেখানে পুরুষদের মধ্যে ঘাম, বুকে ও চোয়ালে ব্যথার মতো সমস্যা বেশি দেখা যায়।
আরও পড়ুন>> দেশে সবচেয়ে বেশি মৃত্যু হৃদরোগে
অন্য আরেকটি গবেষণায় জানা যায়, হৃদরোগের জন্য চিকিৎসা নেয়ার আগে মহিলারা গড়ে প্রায় ৫৪ ঘণ্টা অপেক্ষা করেন। সেখানে পুরুষরা অপেক্ষা করে গড়ে প্রায় ১৬ ঘণ্টা।
বিশেষজ্ঞদের মতে, জীবনধারা ও খাদ্যাভ্যাসের সমস্যার কারণে নারী-পুরুষ কেউই এ রোগ থেকে নিরাপদ নয়। এসব কারণে যেকোনও বয়সের মানুষই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে।
জেনেটিক্সের পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যায় যুব সমাজও হৃদরোগের শিকার হচ্ছে। করোনা সংক্রমণের পর হৃদরোগের সমস্যা আরও বেড়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
আপন দেশ/এসএমএ