Apan Desh | আপন দেশ

‘মন্ত্রী হিসেবে হাসপাতালে অভিযানে যাব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

‘মন্ত্রী হিসেবে হাসপাতালে অভিযানে যাব’

ফাইল ছবি

স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করতে হবে। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে। মন্ত্রী হিসেবে যেকোনও দিন অভিযানে যাব। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে। যেকোনো দিন মন্ত্রী হিসেবে অভিযানে যাব আমি। 

তিন বলেন, স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করতে হবে। ওষুধ ও হার্টের রিংয়ের দাম নির্ধারণে বৈঠক বসেছে। দাম কমাতেই হবে।

আরও পড়ুন>> হাসপাতাল-ক্লিনিককে মানতে হবে ১০ নির্দেশনা

মন্ত্রী বলেন, ওষুধের দাম অনেক বেড়ে গেছে বলে জানতে পেরেছি। ওষুধের দাম যেকোনো মূল্যে কমানোর জন্য ওষুধ প্রশাসনসহ সংশ্লিষ্টদের  নির্দেশনা দেয়া হয়েছে। ওষুধের দাম কোন পর্যায়ে, কত কমানো যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে নির্ধারণ করা হবে।

অভিযানে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে ডা. সামন্ত লাল সেন বলেন, ভুল জায়গায় চিকিৎসা নেয়ার চেয়ে চিকিৎসা না নেয়া ভালো। সঠিক জায়গায় চিকিৎসা নেয়া উচিত সবার।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়