ছবি: সংগৃহীত
সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীরা নানা পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন। এজন্য কোভিডের এ টিকা তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে৷ সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যারা অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণ করেছে, তারা কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছে কি না, জানতে এ টিকা গ্রহণকারীদের ওপর জরিপ চালানো হচ্ছে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৮ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে এসব কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন জানান, অ্যাস্ট্রোজেনেকা’র টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশেও প্রচুর মানুষকে আ্যাস্ট্রাজেনিকা টিকা দেয়া হয়েছে। বৈশ্বিক এ সিদ্ধান্তের ব্যাপারে দেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি না জানব আমাদের দেশে কতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন। ওরা (আ্যাট্রাজেনিকা) বলছে টিকা তুলে নিতে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাব, ততক্ষণ পর্যন্ত কীভাবে বলব?’
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত। তবে এডিস মশা বংশ বিস্তারের উৎসগুলো আগে ধ্বংস করতে হবে। স্যালাইনের কোনো সংকট হবে না। দাম যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
আপন দেশ/এসএমএ