Apan Desh | আপন দেশ

তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ১৯ আগস্ট ২০২৪

আপডেট: ১৯:১৯, ২১ আগস্ট ২০২৪

তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

ফাইল ছবি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় কোটাবিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও তোপের মুখে পড়েন।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক রোবেদ আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নতুন ডিজি ও অধিদফতরে কর্মকর্তাদের নিয়ে ডিএনসিসি হাসপাতালে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে আসে চিকিৎসকদের একটি দল। নতুন ডিজি ও এডিজির পদত্যাগের দাবি করেন তারা। একপর্যায়ে হাসপাতালের কনফারেন্স ঢুকে বিতণ্ডায় জড়ান তারা। 

স্বাস্থ্য উপদেষ্টার সামনেই চলে বিক্ষোভ। শুরু হয় চরম হট্টগোল। বিব্রত হন স্বাস্থ্য উপদেষ্টা। তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। একপর্যায়ে সেখানে আসেন ছাত্রনেতা আকতার হোসেনসহ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টায় ব্যর্থ হন তারা। 

এভাবে চলে প্রায় এক ঘন্টা। আন্দোলনকারীদের চার প্রতিনিধির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেয়া হলেও থামেনি হট্টগোল। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে আসলে হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা ও অধিদফতরের কর্মকর্তারা। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকেও তার সঙ্গে যেতে দেখা যায়। 

আপন দেশ/এমবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়