Apan Desh | আপন দেশ

ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই: ডিএনসিসি

ফাইল ছবি

দেশের তাপমাত্রা বেশি থাকায় এবছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই। একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ড. মহ. শের আলী।

বুধবার (৪ সেপ্টেম্বর) নগর ভবনে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি।

ড. মহ. শের আলী বলেন, ডেঙ্গু বিস্তার রোধে ওয়ার্ডভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালাবে দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি ডেঙ্গু রোগী যে এলাকায় আছে। তাদেরকে চিহ্নিত করে, সেসব এলাকায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাউন্সিলরদের অনুপস্থিতিতেও নিয়মিত কাজ চলছে।

ড. মহ. শের আলী আরো বলেন, রাজনৈতিক পক্ষ-বিপক্ষ নিয়ে যে জটিলতা ছিল তা এখন নেই। নাগরিক সেবা যেন ব্যাহত না হয়। সে জন্য দক্ষিণ সিটি করপোরেশনের জনবলকে সক্রিয় করা হয়েছে।

চলতি বছরে ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৪৩ জন। মোট ১২ হাজার ৪৬২ জন ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ এবং ৩৮.৬ শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।


আপন দেশ/কেএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়