ফাইল ছবি
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৭০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।
আপন দেশ/কেএইচ