Apan Desh | আপন দেশ

ঢামেকে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ঢামেকে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শন করেছেন চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। যারা সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এ পরিদর্শনের সময় চীনা প্রতিনিধি দল আহতদের চিকিৎসার উন্নত সুবিধা প্রদান এবং প্রয়োজনে তাদের চীনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢামেকে চীনা মেডিকেল টিমের পরিদর্শনের সময় তারা ৩৭ জন আহত রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাদের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। 

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, চীনা চিকিৎসক দল আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে তাদের দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেয়ার প্রস্তুতি রয়েছে বলেও তারা জানান।

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং বলেন, আমাদের চিকিৎসকরা আহতদের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন। তারা কিভাবে আহত হয়েছে এবং কীভাবে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) চীনা চিকিৎসক দল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন। এ ধারাবাহিকতায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত রোববার (২২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসে। ডং কুইআনের নেতৃত্বে এ দলে ১০ জন চীনা চিকিৎসক রয়েছেন। যারা আহতদের চিকিৎসা প্রদান ও উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন।

আপন দেশ/অর্পিতা 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়