ফাইল ছবি
পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার হল একটি ক্ষত, পাকস্থলীর আস্তরণ দিয়ে ক্ষয়প্রাপ্ত একটি খোলা ঘা। পেটের আলসার এক প্রকার পাকস্থলীর ক্ষত; অন্যদের মধ্যে খাদ্যনালী এবং ডুওডেনাল আলসার রয়েছে। এ ধরনের আলসারগুলো পেপটিক হিসেবে পরিচিত।
পেটের আস্তরণ নিজেই এ শক্তিশালী পাচক রসের ক্ষয় হতে দেয় না। একবার আস্তরণের ক্ষতি বা ক্ষয় হয়ে গেলে, এ অ্যাসিডগুলো নীচের টিস্যুকে স্ফীত করতে পারে। আলসারেটিভ ঘা তৈরি করতে পারে। অবশেষে, আলসার বড় হয়। অবশেষে গভীর হয়। রক্তপাতের প্রবণতা হয়ে ওঠে।
পেটের/পাকস্থলীর ক্ষুদ্রান্ত্র আলসার হয়েছে কি করে বুঝবেন?
১. রোগের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো তীব্র ব্যথা।
২. নাভি থেকে শুরু করে বুকের হাড় পর্যন্ত এই ব্যথা অনুভূত হয়।
৩. ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
৪. পাকস্থলী খালি থাকলে ব্যথা আরো বেশি অনুভূত হয়।
৫. খাবার খেলে বা ওষুধ খাওয়ার ফলে সাময়িকভাবে ব্যথার উপশম হয়।
৬. ব্যথা চলে গিয়ে কিছু দিন বা কয়েক সপ্তাহের জন্য আবার ফিরে আসে।
অন্যান্য লক্ষণ ও উপসর্গ-
১. লাল অথবা কালো রংয়ের রক্ত বমি।
২. পায়খানার সাথে গাঢ় রংয়ের রক্ত যাওয়া অথবা পায়খানার রং কালো অথবা আলকাতরার রংয়ের মতো হওয়া।
৩. বমি বমি ভাব অথবা বমি হওয়া।
৪. হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া।
৫. খাবারে রুচির পরিবর্তন হওয়া।
আপন দেশ/কেএইচ