Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ১১ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে ৪৯০ জন মশাবাহী রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৯০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১২২) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়