Apan Desh | আপন দেশ

শরীর সুস্থ রাখতে যে ৪ খাবার খাবেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ১১ নভেম্বর ২০২৪

শরীর সুস্থ রাখতে যে ৪ খাবার খাবেন

শরীর সুস্থ রাখতে যে ৪ খাবার খাবেন। ফাইল ছবি

দুপুরের খাবারটি সবাই একটু আয়োজন করেই মেন্যু তৈরি করেন। তবে এমন খাবার রাখবেন না যাতে আপনার শরীরে খারাপ প্রভাব পড়ে। প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য, পুষ্টি ও রুচির উপর নির্ভর করে। দুপুরের খাবারে সম্পূর্ণ প্রোটিন, কার্বোহাইড্রেট, সবজি, ফল, দুধ ও পর্যাপ্ত পানি থাকা উচিত।

দুপুরের খাবারের সময় পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন কী ধরনের খাবার স্বাস্থ্যকর হতে পারে দুপুরে। মুখরোচক ভেবে অতিরিক্ত কোনো খাবার খাবেন না যেটাতে স্বাস্থ্যহানি হয়।

১. সালাদ: 
এটি প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি সরবরাহ করে। বিভিন্ন ধরনের বাদাম যেমন কাজু, আমন্ড এবং সূর্যমুখীর বীজ দিয়ে বানানো সালাদ বেশ উপকারী।
২. গ্রিলড মাছ বা চিকেন: 
দুপুরে গ্রিল করা মাংস বা মাছ খাওয়া ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীরের জন্য উপকারী।

৩. সবজি দিয়ে বানানো ব্রাউন রাইস বা কুইনোয়া: 
এটি ফাইবার, ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। ব্রাউন রাইস বা কুইনোয়ার সাথে বিভিন্ন সবজি মিশিয়ে নেয়া যায়।

৪. দই ও ফল: 
প্রোবায়োটিক এবং ভিটামিন যুক্ত দইয়ের সাথে তাজা ফল (যেমন আপেল, কলা, বেরি) মিশিয়ে খেলে হজমের জন্য ভালো এবং পুষ্টিগুণে ভরপুর।

এগুলো আপনার দুপুরের খাবারের তালিকায় যুক্ত করলে শরীরকে পুষ্টি এবং শক্তি দিতে সাহায্য করবে।

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়