কিডনি রোগীদের পানি খাওয়ার পরিমান। ছবি: সংগৃহীত
কিডনি রোগীর জন্য কিছু খাবার ক্ষতিকর হতে পারে। কারণ সেগুলি কিডনির কার্যকারিতা আরও খারাপ করতে পারে। যা দেহে অতিরিক্ত তরল, পটাসিয়াম, ফসফরাস, ও সোডিয়ামের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। সঙ্গে অতিরিক্ত পানিও এ রোগীর জন্য ক্ষতিকর।
কিডনি রোগীর জন্য দিনে কতটুকু পানি খাওয়া উচিত তা নির্ভর করে রোগীর কিডনির কার্যক্ষমতা, রোগের ধরণ এবং চিকিৎসকের পরামর্শের ওপর। সাধারণভাবে, যেসব কিডনি রোগীর মূত্র উৎপাদন স্বাভাবিক রয়েছে। তারা দৈনিক প্রায় ১.৫ থেকে ২ লিটার পানি পান করতে পারেন।
তবে যেসব রোগীর কিডনির কার্যকারিতা কমে গেছে বা ডায়ালাইসিসের প্রয়োজন হয়, তাদের পানি গ্রহণের পরিমাণ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হয়।
অতিরিক্ত পানি কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি কিডনির কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। তাই কিডনি রোগীদের উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের দৈনিক পানি গ্রহণের পরিমাণ নির্ধারণ করা।
সাধারণ নিয়ম হিসেবে, কিডনি রোগীদের জন্য চিকিৎসকরা সাধারণত মূত্র উৎপাদনের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে পানি খাওয়ার পরামর্শ দেন।
যদি কিডনির কার্যকারিতা খুব কমে যায় বা ডায়ালাইসিসের প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত পানি খাওয়া উচিত নয়। এ অবস্থায় রোগীর মূত্র উৎপাদনের উপর ভিত্তি করে চিকিৎসক সীমিত পানি খেতে পরামর্শ দেন। যেমন প্রতিদিন মাত্র ৫০০ মিলিলিটার থেকে ১ লিটার।
কিডনি রোগীদের শরীরের ফোলাভাব বা উচ্চ রক্তচাপ থাকলে পানি গ্রহণের মাত্রা কমিয়ে দেয়া হতে পারে। তাই প্রতিটি রোগীর জন্য সঠিক পরিমাণ পানি খাওয়ার সিদ্ধান্ত নেয়া উচিত কিডনি বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
আপন দেশ/কেএইচ