Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৮, ৪ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে দেশে চলতি বছরের রোগটিতে প্রাণ হারিয়েছেন ৫০৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২৯ জনসহ এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩১৪ জন। 

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২০৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। আর আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আপন দেশ/এসএমএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়