জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ইউনানী ও আযুর্বেদ চিকিৎসা সংশ্লিষ্টরা। ছবি-আপন দেশ
১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর থেকে কোনরকম আইন ছাড়াই দেশে ইউনানী ও আয়ুর্বেদের মতো চিরায়ত প্রাচীন দু’টি চিকিৎসা পদ্ধতি পরিচালিত হচ্ছে। সরকার এদিকে নজর না দেয়ায় এ খাতের বেহাল অবস্থা। তাই অচিরেই জাতির বৃহত্তর স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাশ হতেই হবে।
শনিবার (০৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ইউনানী ও আযুর্বেদ চিকিৎসা সংশ্লিষ্টরা একথা বলেন। প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থায় অগ্রগামী জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাচি’ এর আয়োজন করে।
সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান মানববন্ধনে তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র দু’টি প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থা। লাখ লাখ মানুষ এ দু’টি চিকিৎসা ব্যবস্থায় আস্থাশীল। চিকিৎসকরা মানুষকে এ দু’টি ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ চিকিৎসা ব্যবস্থা কোনরকম আইন ছাড়াই পরিচালিত হচ্ছে। সরকার এদিকে নজর না দেয়ায় এ খাতের বেহাল অবস্থা। তাই অচিরেই জাতির বৃহত্তর স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাশ হতেই হবে।
মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসকরা অংশ নেন। বক্তব্য দেন, স্থায়ী কমিটির সদস্য এবং মুখপাত্র মোখলেসুর রহমান, আতিকুর রহমান; প্রাচি’র সহ-সভাপতি (ইউনানী) হাকীম আনোয়ার মোশতাক; সাধারণ সম্পাদক (আয়ুর্বেদ) কবিরাজ আবদুল মোতালেব মতিন; যুগ্ম সাধারণ সম্পাদক (ইউনানী) হাকীম মোহাম্মদ শামীম; সাংগঠনিক সম্পাদক (ইউনানী) হাকীম মোঃ মাসুম হুসাইন প্রমুখ।
উপস্থিত চিকিৎসকরা বলেন, গত ৫৩ বছরেও চিরায়ত চিকিৎসা ব্যবস্থা কোন আইন পায়নি। ৮৩ সালের অধ্যাদেশ দিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে এ দু’টি চিকিৎসা ব্যবস্থা। অথচ চিরায়ত চিকিৎসা ব্যবস্থাই চিকিৎসার মূল ধারা। আমরা আমাদের প্রাপ্য দাবী করছি। আর এমন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য নিয়ে তাই চিরায়ত চিকিৎসা আইনের দ্রুত বাস্তবায়ন চাই।
তারা আরও বলেন, ইউনানী ও আয়ুর্বেদ বিষয়ে কোন আইন না থাকার কারণে বিশাল জনগোষ্ঠী এ দুই চিকিৎসা পদ্ধতির সুফল লাভ হতে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে সরকারের কোনো নজর নেই, পৃষ্ঠপোষকতা নেই, রয়েছে চরম অবহেলা।
প্রাচি মনে করে, বাংলাদেশে অন্তত একটি পাবলিক ইউনানী ও আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় থাকা উচিত। সেসঙ্গে এ শিক্ষার মান নির্ধারণও জরুরি। আলোচ্য আইনটি পাসের আগে এ দুই চিকিৎসা পদ্ধতির মৌলিক রীতি-নীতি মেনে তা চূড়ান্ত করা একান্ত আবশ্যক বলে প্রাচি মনে করে। একইসঙ্গে জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ ফর্মুলারি নতুন করে প্রণয়নের দাবি জানায় সংগঠনটি।
আপন দেশ/এবি